টাইমস বাংলা ডেস্ক, ত্রিপুরা- রবিবার ত্রিপুরায় পা রেখেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে তাঁর দু’দিন থাকার কথা। এদিন আগরতলায় পা রেখেই বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। আজ তিনি বলেন, ‘ত্রিপুরায় প্রধান বিরোধী দল এখন তৃণমূল কংগ্রেস। এখানে দুয়ারে গুণ্ডা মডেল চালাচ্ছে বিজেপি। মাত্র তিন মাসের মধ্যে ২৪ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরাকে হার্মাদ–উন্মাদের উল্লাসমঞ্চ করে ফেলেছে বিজেপি। কিন্তু ত্রিপুরায় বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না।’ এই গরমাগরম বক্তব্য যখন রাখছিলেন অভিয়েক বন্দ্যোপাধ্যায় তখনই তাঁর সভা বাতিল করে দেওয়ার খবর মেলে। বিপ্লব দেবের প্রশাসন আজ বড়মুড়া ইকো পার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বর্ধনা অনুষ্ঠানের অনুমতি দেয়নি। সঙ্গে সঙ্গে টুইট করে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। আর বিদেপিকে চ্যালেঞ্জও জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সভা বাতিল নিয়ে শোরগোল পড়ে যায় ত্রিপুরায়। ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি ভয় পেয়েছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইটে কী লেখা হয়েছে? সভা বাতিলের খবর মিলতেই টুইটে লেখা হয়, ‘কিসের ভয় আপনাদের? প্রশাসন শেষ মুহূর্তে এই ইকো পার্কের অনুষ্ঠান বাতিল করেছে। লজ্জা! আমাদের আগে থেকে জানানো হয়নি। ভয় পেয়েই এই কৌশল নেওয়া হয়েছে। তবে জনগণকে পরিষেবা দিতে কোনও কিছুই থামবে না।’
আগামী ২০২৩ সালে ত্তিপুরায় বিধানসভা নির্বাচন। তাই আজ সেখানে স্ট্র্যাটেজি তৈরি করতে গিয়েছেন অভিষেক। পুরসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মী যাঁরা আক্রান্ত হয়েছিলেন তাঁদের দেখতে গিয়েছেন তিনি। সেখানেই এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছেন তিনি। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার নেতা সুবল ভৌমিক বলেন, ‘এভাবে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে না। আগামী দিনে মনোবল আরও বাড়বে তৃণমূল কংগ্রেসের।’ আগামী ৪ জানুয়ারি ত্রিপুরা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।