টাইমস বাংলা ডেস্ক, নদিয়া – নতুন বছরের শুরুতেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অভিনব উদ্যোগ নজর কাড়লো সকলের। উচ্চ শিক্ষাদপ্তরের নির্দেশে শনিবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অভিভাবক-শিক্ষকদের মধ্যে আলাপচারিতা পর্ব ছিল বেশ তাৎপর্যপূর্ণ। প্রায় শ’দেড়েক শিক্ষক ও অভিভাবকদের নিয়ে অফলাইন ও অনলাইনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যালের অভিভাবকত্বে অভিভাবক-শিক্ষকদের মতামত-বিনিময় পর্ব ছিল অত্যন্ত গঠনমূলক। অভিভাবকদের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এই পরামর্শের মধ্যে বিশেষ করে জীবিকা সংক্রান্ত বিষয়টি বেশি করে উঠে আসে। অফলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষেও সওয়াল করেন অনেক অভিভাবক। আর্থিকভাবে সহযোগিতার করার কথা কেউ কেউ বললে, উপাচার্য জানান দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য সমস্ত ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থের জন্য মেধা নষ্টের কোন জায়গা নেই আমাদের বিশ্ববিদ্যালয়ে। যোগ্য ছাত্র-ছাত্রীদের সাহায্যে বিশ্ববিদ্যালয়ে এগিয়ে আসবে। এছাড়াও উপাচার্য জানান, কোভিড-কালে আমরা সমস্ত বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছি। দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্লেসমেন্ট সেল ইতিমধ্যে রয়েছে। এ বিষয়ে আরোও সক্রিয় উদ্যোগ নেওয়া হবে।
উপাচার্য আরোও জানান,
অভিভাবকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এখানকার পঠন-পাঠন নিয়ে অভিভাবকরা সন্তুষ্ট। প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করছি ছাত্র-ছাত্রীদের আরো বেশি করে সুযোগ-সুবিধা দেওয়া।অভিভাবকেরা পড়ুয়াদের অফলাইনে ক্লাস শুরু হওয়াতে তাঁরা খুব খুশি। লোকসংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্রদিবস উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যাপক সুজয়কুমার মণ্ডল জানান, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের অভিভাবক ও শিক্ষক এবং আধিকারিকদের মধ্যে মতামত বিনিময়ের এই কর্মসূচি অত্যন্ত প্রাসঙ্গিক। রাজ্য সরকার যথার্থভাবেই এই কর্মসূচি পালনের জন্য নির্দেশ দিয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রী, অভিভাবক শিক্ষক ও আধিকারিক সর্বোপরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মেলবন্ধন সুদৃঢ় হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। আমরা এই প্রক্রিয়াটি লাগাতার চালিয়ে যেতে চাই। আজকের কর্মসূচি ভীষণভাবে সফল। অনেক অভিভাবক অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর পড়ুয়াদের নিয়ে ভাবনার প্রতিফলন এই কর্মসূচি পালনের মাধ্যমে উঠে আসলো।
সমগ্র অনুষ্ঠানটি উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যালের অভিভাবকত্বে এবং
অধ্যাপক সুজয়কুমার মণ্ডলের প্রতিনিধিত্বে সম্পন্ন হয়। আজকের এই সভায় যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক গৌতম পাল ও বিভিন্ন অনুষদের অধ্যক্ষরা।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১-৭ জানুয়ারি, ২০২২ স্টুডেন্টস উইক উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে সপ্তাহব্যাপী রাজ্যের প্রতিটি বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার ছিল তার প্রথম দিন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এই সপ্তাহ জুড়ে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আলোচনাচক্র থেকে শুরু করে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, ভ্যাক্সিনেশন ক্যাম্প, হেলথ ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নানান কর্মকাণ্ড আগামী ৭ তারিখ পর্যন্ত চলবে। ছাত্র দিবস উপলক্ষে যে আয়োজন শুরু হয়েছে তাতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,গবেষক, শিক্ষক শিক্ষাকর্মী ও আধিকারিকদের মধ্যে বেশ সাড়া পড়েছে। সবাই দিন গুনছে আগামী জানুয়ারি মাসের ৫ থেকে ৭ তারিখ পর্যন্ত মূল অনুষ্ঠানের অপেক্ষায়।