টাইমস বাংলা ডেস্ক, নদিয়া – নিট পরীক্ষার কাউন্সেলিং এর দাবিতে সোমবার দিল্লিতে প্রতিবাদ মিছিল করেন চিকিৎসকরা। এই মিছিলের উপর হামলা চালিয়েছে পুলিশ, অভিযোগে ফের রাস্তায় নামে রেসিডেন্সিয়াল চিকিৎসকরা। প্রায় চার হাজার চিকিৎসক সোমবার মধ্যরাতে সরোজিনী থানা ঘেরাও করেন। এখনও ধর্না চালিয়ে যাচ্ছেন তাঁরা। পুলিশি ‘হামলা’র প্রতিবাদে বুধবার কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে.এন.এম হাসপাতালের সমস্ত ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা প্রতিবাদের ডাক দিয়ে পথে নামলেন।
কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে.এন.এম হাসপাতালের ছাত্র সংগঠনের সভাপতি সালমান হালদার বলেন, যেখানে করোনা মহামারিতে নিজের পরিবারকে দূরে ফেলে রেখে আমরা সাধারন মানুষকে পরিষেবা দিয়েছি সেখানে সাদা পোষাকি মানুষগুলো বারেবারে রক্তাক্ত হচ্ছে।সাধারন মানুষকে আহ্বান জানিয়েছেন তাদের সাথে গলায় গলা মিলিয়ে প্রতিবাদের আওয়াজ তোলার জন্যে। এদিন কল্যাণী জে এন এম হাসপাতাল থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়।