টাইমস বাংলা ডেস্ক- করোনায় সংক্রমিত তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। সংক্রমিত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন এই সাংসদ। অতি সতর্ক থাকার পরও তিনি সংক্রমিত হলেন। টুইট বার্তায় জানিয়েছেন তিনি। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন।
ডেরেক ও’ব্রায়েন টুইটবার্তায় এই আবেদন করেছেন, গত ৩ দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন। তাঁর বার্তা, ‘করোনায় আক্রান্ত হয়েছি। মৃদু উপসর্গ দেখা দিয়েছে। বাড়িতেই আইসোলেশনে আছি। গত ৩ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কোভিড টেস্ট করার আবেদন জানাচ্ছি। অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন। যদিও আমি সবসময় খুব সতর্ক থাকতাম।’