টাইমস বাংলা ডেস্ক – তিনি বলিউডের দাবাং খান। তিনি বিনোদন জগতের মানুষদের কাছে ‘ভাইজান’। ‘বিগ বসে’র কড়া সঞ্চালক। বক্স অফিসের তুরুপের তাস। তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবির নাম ‘অন্তিম’ হলেও, বলিউডের পর্দায় তিনি ছিলেন, আছেন ও থাকবেন! ২৭ ডিসেম্বর অর্থাৎ সোমবার ৫৬-য় পা দিয়ে সলমন বুঝিয়ে দিলেন, তিনি এখনও এক হাত নিতে পারেন যে কাউকে। জন্মদিনের আগে সাপের কামড় খেলেন সালমান খান । এ খবর শোনার পর অনুরাগীদের দুশ্চিন্তার শেষ ছিল না। কিন্তু সালমান নিজের মুখেই জানালেন তিনি এখন সুস্থ! নেটিজেনরা বলে উঠলেন, সাপও তাঁর কাছে জব্দ। জন্মদিনে সংবাদমাধ্যমের সামনে এসে রীতিমতো অনুরাগীদের সারপ্রাইজ দিলেন ভাইজান। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, পর পর তাঁর তিনটে ছবির সিক্যুয়েলের কাজ শুরু হবে। যার মধ্যে রয়েছে ‘নো এন্ট্রি’ ছবির সিক্যুয়েল। সালমানের কথায়, ”আগামী বছরের মাঝখান থেকেই নো এন্ট্রি ২ ছবির শুটিং শুরু হবে। এই ছবিতে এক ঝাঁক নতুন মুখ দেখতে পাবে দর্শক। যার জন্য ইতিমধ্যেই অডিশন শুরু হয়ে গিয়েছে।”আগেই তিনি জানিয়েছিলেন আগামী বছরেই শুরু হবে ‘বজরঙ্গি ভাইজান ২’ -এর শুটিং। এই ছবির চিত্রনাট্য তৈরি। কাস্টিংও ফাইনাল হয়ে গিয়েছে। সেই সময় ছবির নাম ঠিক কী হবে, তা খোলসা করে বলতে চাননি সালমান। তবে জন্মদিনে সারপ্রাইজ দিলেন বলিউডের ভাইজান। সংবাদমাধ্যমে সালমান জানিয়েছেন, ”বজরঙ্গি ভাইজান ছবির সিক্যুয়েলের নাম পবন পুত্র ভাইজান।”এই মুহূর্তে ‘টাইগার থ্রি’ ও বিগ বসের শুটিং নিয়েই ব্যস্ত সালমান। শোনা গিয়েছে, জানুয়ারি মাসে ক্যাটরিনা কাইফের সঙ্গে এই ছবির শুটিং করবেন তিনি। তবে শুধু ‘নো এন্ট্রি’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘টাইগার থ্রি’ নয়। সলমন ইঙ্গিত দিলেন, আরও এক ছবির সিক্যুয়েলের। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সালমান ও জ্যাকলিনের ‘কিক’ ছবির সিক্যুয়েলও তৈরি করার কথা ভাবছেন তিনি।