টাইমস বাংলা ডেস্ক – সিকিমে প্রবল তুষারপাত! আটকে পড়লেন পর্যটকরা।
উত্তর সিকিমের লাচেন, ছাঙ্গু, না থুলাতে অবিরাম বরফ পড়েই চলেছে। যার জেরে না থুলা পর্যন্ত পর্যটকদের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই ছাঙ্গু পর্যন্তই গাড়ি নিয়ে যেতে পারছেন তারা। এদিকে শনিবার দিনভর প্রবল তুষারপাত হয় ছাঙ্গুতেও। যার জেরে যান চলাচল ব্যাহত হয়। তুষারপাতের জেরে রাস্তায় কয়েক মিটার চওড়া বরফের পুরু চাদরে ভরে যায়। যার ফলে আটকে পড়ে পর্যটকবোঝাই বহু গাড়ি। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৭৫টি পর্যটকবোঝাই গাড়ি আটকে পড়েছে ছাঙ্গুতে। তুষারপাতের ফলে আটকে পড়েন প্রায় চারশোরও বেশি পর্যটক। সেনাবাহিনীর তৎপরতায় তাঁদের উদ্ধার করে সেনা ক্যাম্পে নিরাপদে রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলেই তাঁদের ফিরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে।
এদিকে সান্দাকফু, টাইগার হিলেও তুষারপাত শুরু হয়েছে। ইতিমধ্যেই সেখানে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন, ‘ভারী তুষারপাতের জন্যে সমস্যা হয়েছে। পর্যটকেরা এখন নিরাপদে রয়েছেন। আমরাও গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি।’