টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগণা- বরাহনগরে পুলিশ কোয়ার্টারে ১০ বছরের এক নাবালিকার শ্লীলতাহানির ঘটনা প্রকাশ্যে এল। এই ঘটনায় কোয়ার্টারে কাজ করতে আসা এক রাজমিস্ত্রির বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে। যদিও খোদ পুলিশ কোয়ার্টারে এই ধরনের ঘটনা ঘটায় মহিলাদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল। নাবালিকার পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, ন-পাড়ায় পুলিশ কোয়ার্টারে আইপিএস অফিসারদের জন্য নতুন আবাসন তৈরি হচ্ছে। সেই আবাসনে কাজ করছিল রাজমিস্ত্রিরা। এদিকে প্রতিদিনের মতো বিকেলে কোয়ার্টারের অনেক ছোট বাচ্চাই খেলতে নামে। সেইমতো ১০ বছরের নাবালিকাও তার বন্ধুদের সঙ্গে খেলতে নামে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও নাতনি ঘরে না ফেরায় চিন্তা করতে থাকেন দিদা বন্দনা মুখোপাধ্যায়। অন্যদিকে নাবালিকার মা তাপসী মুখোপাধ্যায়ও উদ্বিগ্ন হয়ে পড়েন। কিছুক্ষণ পর নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে ও দিদার কাছে যাবতীয় ঘটনার কথা খুলে বলে। জানা যায়, ওই নাবালিকাকে ছাদে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেছেন ওই আবাসনে কাজ করতে আসা এক রাজমিস্ত্রি। অভিযুক্ত রাজমিস্ত্রির নাম সন্তু মল্লিক। এই ঘটনার পরই পরিবারের সদস্যরা বরাহনগর থানায় যান অভিযোগ দায়ের করতে। থানায় নাবালিকার দিদা বন্দনা মুখোপাধ্যায়ের তরফে অভিযোগ দায়ের করা হয়।