টাইমস বাংলা ডেস্ক, কলকাতা- তাপমাত্রার পারদ পতন অব্যাহত থাকল মঙ্গলবারও। এই আবহে বুধবারও কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়ে দিল আবহওয়া দফতর। তবে সোম-মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে। এদিকে ইতিমধ্যেই বঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এমনকি উত্তরবঙ্গকেও পিছনে ফেলে দিচ্ছে সমতল। ইতিমধ্যেই গত আট দিনে পাঁচবার শীতলতম দিনের রেকর্ড ভেঙেছে ডিসেম্বরে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম ছিল। হাওয়া অফিসের বক্তব্য অনুযায়ী, আগামী কয়েক দিনও একইভাবে বজায় থাকবে ঠান্ডার দাপট। তবে বড়দিনে কিছুটা কমতে পারে শীতের মাত্রা৷ পূর্বাভাস অনুযায়ী, বুধবারের মতো বৃহস্পতিবারও ভোরে কুয়াশাছন্ন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। এদিকে বুধবার ও বৃহস্পতিবার শুকনো থাকবে বঙ্গের আবহাওয়া। এরই মধ্যে আগামী আজ ও আগামীকাল রাতের তাপমাত্রায় খুব একটা বদল আসবে না। এদিকে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে কার্যত চলছে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস উত্তর-পশ্চিম ভারত এবং পশ্চিম হিমালয় অঞ্চলে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে জম্মু ও কাশ্মীর, লাদাখে। আগামী ৫ জিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়।