টাইমস বাংলা ডেস্ক, বীরভূম- বীরভূমের সিউড়ি শহরে উদ্ধার হল এক ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ। বুধবার সকালে শহরের ডাঙ্গালপাড়ায় স্বপন কুমার মণ্ডল নামে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছেন, পূর্ত দফতরের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন স্বপনবাবু। ডাঙ্গালপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। বুধবার সকালে জানলা দিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। এর পর খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা এসে দেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া গিয়েছে কি না তা জানায়নি পুলিশ।
ভাড়াবাড়ির মালিক জানিয়েছেন, একাই থাকতেন স্বপনবাবু। দিন কয়েক আগে সমস্ত বকেয়া ভাড়া মিটিয়ে দেন তিনি। কিন্তু তিনি কেন আত্মঘাতী হলেন তা বলতে পারেননি কেউ। দেহ উদ্ধার করে সিউড়ি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। খবর দেওয়া হয়েছে নিহতের পরিবারকে।