টাইমস বাংলা ডেস্ক, হুগলি- কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশকর্মী। সোমবার রাতে সিঙুর পুলিশ লাইনে ঘটে এই ঘটনা। নিহত পুলিশকর্মীর নাম দীপঙ্কর রঙ্গিত (৪৪) বলে জানা গিয়েছে। কেন তিনি আত্মঘাতী হলেন তা জানতে তদন্ত শুরু হয়েছে। সোমবার রাতে সিঙুর নতুন বাজার এলাকায় হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ লাইনে সেন্ট্রির দায়িত্বে ছিলেন দীপঙ্কর। রাত দেড়টা নাগাদ নিজের মাথায় সার্ভিস রিভলভার থেকে গুলি চালান তিনি। গুলির শব্দে ছুটে আসেন সহকর্মীরা। রক্তাক্ত দীপঙ্করবাবুকে উদ্ধার করে সিঙুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হুগলির পুলিশ সুপার অমনদীপ জানিয়েছেন, পুলিশকর্মীর বাড়ি কাঁথিতে। তিনি কেন আত্মঘাতী হলেন তা জানতে তদন্ত শুরু হয়েছে। পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের শেষে দেহ তাদের হাতে তুলে দেওয়া হয়।