টাইমস বাংলা ডেস্ক,আসানসোল- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার শারীরিক সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়েছিলেন প্রেমিকা। কিন্তু, তারপরেও তাঁকে বিয়ে করেনি প্রেমিক। উলটে তাঁকে বেধড়ক মারধর করা হয়। এমনই অভিযোগ তুলে মৃত শিশুর দেহ প্লাস্টিকের ব্যাগে করে নিয়ে থানায় অভিযোগ জানালেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে আসানসোলের কালিপাহাড়ির ছাতাপাথর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নাবালিকার দাবি, আট মাস আগে এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপরে তাঁদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। যুবক তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর প্রতিশ্রুতি দেওয়ার পর তাঁর সঙ্গে বহুবার সহবাসও করে ওই যুবক। ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নাবালিকা। তাঁর পরিবারের অভিযোগ, যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারপরে বিয়ে না করায় শেষপর্যন্ত নাবালিকা ওই যুবকের বাড়িতে চলে যান। সেখানে গিয়েও কাজ হয়নি। উল্টে যুবকের পরিবারের লোকেরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। নাবালিকার দাবি, তারপরেই পেটে যন্ত্রণা শুরু হয়। চিকিৎসকদের শরণাপন্ন হলে তাঁরা গর্ভস্থ সন্তানকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুর জন্ম দেন ওই নাবালিকা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন নাবালিকার পরিবারের লোকেরা।তারপর প্লাস্টিকের ব্যাগে মৃত শিশুকে ভরে সোজা থানায় চলে আসেন ওই নাবালিকা। প্রেমিক এবং তাঁর পরিবারের লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নাবালিকা। যদিও ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকে।