টাইমস বাংলা ডেস্ক, হুগলি- সিঙ্গুরের ধর্না মঞ্চ থেকে প্রতিবাদ ও হুঁশিয়ারি দেওয়া শুরু করল বিজেপি। একদিকে সুকান্ত মজুমদার নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছেন। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার সিঙ্গুরের মঞ্চ থেকে তিনি বলেন, ‘হাইকোর্ট দায়িত্বটা রাজ্য নির্বাচন কমিশনকে দিয়ে দিল। এখন সেনা নামাক, আধা সামরিক বাহিনী নামাক আর সিভিক ভলান্টিয়ার নামাক, অবাধ করানোর দায়িত্ব ওদের। করতে পারবে বলে আমাদের ভরসা নেই। ভোট লুঠ হলে রাজ্যজুড়ে প্রতিক্রিয়া হবে। কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।’ আজ কলকাতা হাইকোর্ট বিজেপির দাবিকে খারিজ করে দিয়ে পুলিশের উপরই আস্থা রেখেছে। তাতেই ক্ষুব্ধ হয়ে এই প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে। শুক্রবার প্রচারের শেষদিন। তার আগেই কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছে বঙ্গ–বিজেপি। বিজেপি এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিল। কিন্তু তা আজ খারিজ হয়ে যায় এবং কলকাতা পুলিশের উপরই আস্থা রাখে আদালত। আর তাতেই ক্ষোভপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।