টাইমস বাংলা ডেস্ক, হুগলি- বিজেপি নেতারা সিঙ্গুরে কৃষকদের স্বার্থে ধর্না দিচ্ছেন। এবার সেখান থেকেই নবান্ন অভিযানের কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নবান্নের ১৪ তলা পর্যন্ত এই মিছিল নিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজ, বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ২২ থেকে ২৪ ডিসেম্বর ব্লকে ব্লকে বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হবে। ৫ থেকে ১০ জানুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি। ১০ জানুয়ারির মঞ্চ থেকেই নবান্ন অভিযানের দিনক্ষণ ঠিক করা হবে।
এদিন সিঙ্গুর থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘২২ থেকে ২৪ ডিসেম্বর প্রতিটি ব্লকে আমরা বিডিও’র কাছে ডেপুটেশন দেব। ৫ থেকে ১০ জানুয়ারি জেলায় জেলায় কিষাণ মার্চ হবে। আর ১০ তারিখ নবান্ন অভিযানের দিন ঘোষণা করা হবে। নবান্ন পর্যন্ত পদযাত্রা করব। নবান্ন ঘেরাও করে ১৪ তলা পর্যন্ত কিষাণ মার্চ হবে। সেদিন আমরা তিলের নাড়ু মুখে দিয়ে নবান্নের উদ্দেশ্যে অভিযান করব। হীরক রানিকে তাঁর চেয়ার থেকে টেনে নামাব। আর বোঝাব কৃষকদের দাবি মানতে হবে।’