সঞ্জয় কাপড়ি, পূর্ব মেদিনীপুর, টাইমস বাংলা ডেস্ক – ফের দিঘার পথে দুর্ঘটনা। সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পিছাবনির কাছে নয়ানজুলিতে বাস উলটে মৃত্যু হয়েছে ২ জনের। ঘটনায় ১৫ জন পর্যটক আহত হয়েছেন। এই ঘটনার জেরে ওই পথে ব্যাপক যানজট তৈরি হয়। জানা গিয়েছে, কুকড়াহাটি – দিঘা রুটের বাসটি সোমবার সন্ধ্যায় কাঁথির কাছে পিছাবনি বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে নেমে যায় বাসটি। আহত হন বাসের ১৭ জন যাত্রী। তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁরা রামনগর ও মন্দারমণির বাসিন্দা বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসে উদ্ধারকাজের জেরে বন্ধ হয়ে যায় ১১৬ নম্বর জাতীয় সড়ক। যার জেরে ব্যাপক যানজট তৈরি হয়। বাসে যান্ত্রিক ত্রুটির জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।