টাইমস বাংলা ডেস্ক – ভারতে ক্রিকেট সফরে আসতে চলেছেন রশিদ খানরা। সোমবার আফগান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হল, আগামী বছর মার্চে ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আসছে আফগানিস্তান টিম। পাশাপাশি ২০২৩ পর্যন্ত আফগান বাহিনী ক’টি ম্যাচ খেলবে, সে তালিকাও প্রকাশিত হল। মহম্মদ নবিদের বোর্ড জানিয়েছে, ২০২২-২৩ মরশুমে ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী মোট ১১টি ওয়ানডে, চারটি টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। টিম ইন্ডিয়ার পাশাপাশি আগামী বছর নেদারল্যান্ডস, জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ রয়েছে রশিদদের। এর মধ্যে ১৮টি ম্যাচ দেশের মাটিতে খেলার কথা তাঁদের। অর্থাৎ তালিবানি শাসনেও সে দেশের বোর্ড সিরিজ আয়োজন করতে পারবে বলেই জানানো হয়েছে। শুধু তাই নয়, আগামী দু’বছরে এশিয়া কাপ (২০২২ ও ২০২৩), টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২২) এবং ওয়ানডে বিশ্বকাপেও (২০২৩) দল যে অংশ নেবে, তাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল। এই ঘোষণার পর ক্রিকেট মহলের একাংশের দাবি, তালিবরা যে ২২ গজের লড়াই ভালবাসে, সে নিয়ে আর কোনও সন্দেহ রইল না। টি-২০ বিশ্বকাপের পর ফের মার্চে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। তবে দিনক্ষণ এবং ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।