টাইমস বাংলা ডেস্ক – সাধ্বীর হিন্দুদের পরামর্শ দিলেন, পরিবার ও গোরক্ষায় অস্ত্র কিনুন এবং তা সবসময় সঙ্গে রাখুন। আরও বললেন, কর্ণাটকের যাঁরা টিপু সুলতানের প্রশংসা করে তাঁরা দেশদ্রোহী। রবিবার কর্ণাটকে বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের হিন্দু সংগম অনুষ্ঠানে বক্তা ছিলেন সাধ্বী। সেখানে তিনি বলেন, “গোটা পৃথিবীতে গোমাতাকে শ্রদ্ধা করা হয়, কিন্তু কর্ণাটকে গরুকে হত্যা করে মাংস খেয়ে থাকে কিছু মানুষ। এই কষাইদের এদেশে থাকার যোগ্যতাই নেই। এরাই অস্ত্র দেখিয়ে হিন্দুদের গোয়াল থেকে গরু চুরি করে। ফলে আমাদেরও গোমাতাকে রক্ষা করার জন্য সঙ্গে তলোয়ার রাখা উচিত।” লাখ টাকা দিয়ে যাঁরা ফোন কিনতে পারেন, তাঁরা একটা তলোয়ারও নিশ্চয়ই কিনতে পারবেন, নিজেদের পরিবার ও গোমাতার নিরাপত্তার স্বার্থে, উদুপি জেলার গান্ধী ময়দানে একথা বলেন সাধ্বী। এদিন সাধ্বী আরও বলেন, “কর্ণাটকের কিছু দেশদ্রোহী টিপু সুলতানের প্রশংসা করে থাকেন, এঁদের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানাতে হবে। কষাই, ধর্মান্তকরণ ও লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনতে হবে সরকারকে। প্রসঙ্গত, এর আগেও গোরক্ষা ইস্যুতে বিতর্ক উসকে দিয়েছেন সাধ্বী। যাঁরা গরুর মাংস খান, তাঁদের ফাঁসিতে ঝোলানোর দাবি করেছিলেন। গোয়ার পানাজির রামনাথিতে অল ইন্ডিয়া হিন্দু কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে ভারত সরকারের কাছে তাঁর আবেদন ছিল, যারা মর্যাদার প্রতীক হিসেবে নিজের মায়ের মাংস খায় তাদের ফাঁসিতে ঝোলানো উচিৎ। এবং তা হওয়া উচিৎ জনসমক্ষে। সেটা করতে পারলেই মানুষ বুঝতে পারবে যে, গো-মাতাকে রক্ষা করাটা তাদের পক্ষে কতটা জরুরি।