টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – সম্প্রতি কৃষ্ণনগরের প্রশাসনিক সভায় গিয়ে এলাকার সাংসদ মহুয়া মৈত্রকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কড়া বার্তা দেন। এই পরিস্থিতি দেখে এবার মন্তব্য করলেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি মনে করেন, মহুয়া মৈত্র আর বেশিদিন তৃণমূল কংগ্রেসে থাকবেন না। ভবিষ্যতে মহুয়া বিজেপিতে যোগ দেবেন। এই মন্তব্যের পর থেকেই নানা জল্পনা–কল্পনা শুরু হয়ে যায় জাতীয় রাজনীতির অলিন্দে। দলের গোষ্ঠীদ্বন্দ্বের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তা নিয়ে কড়া কথা শুনতে হয় মুখ্যমন্ত্রীর কাছে। সেই সূত্র ধরেই এবার মহুয়ার বিজেপিতে যোগ দেওয়ার কথা বললেন সৌমিত্র খাঁ। সংবাদসংস্থা এএনআই–কে সৌমিত্র বলেন, ‘মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসে বেশিদিন থাকতে পারবেন না। অর্পিতাও ভালো সাংসদ ছিলেন। তাঁকে সরিয়ে নেওয়া হল। কারণ মমতা সবাইকে ব্যবহার করেন। দু’বছর পর মহুয়া টিকিট পাবেন না। তাই দু’বছর পর বিজেপিতে যোগ দেবেন। তৃণমূল কংগ্রেসে একমাত্র মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদই ‘চিরস্থায়ী’। মহুয়া ভাল কাজ করছেন আর অভিষেককে ছাপিয়ে যাচ্ছেন। তাই তাঁকে এখন পছন্দ নয়। আমরা অপেক্ষা করছি দিনটার জন্য।’ যদিও সৌমিত্রের স্ত্রী সুজাতা এখন তৃণমূল কংগ্রেসে।