টাইমস বাংলা ডেস্ক, কলকাতা- তৃণমূলকে তালিবানের সঙ্গে তুলনা করে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফরে না করেছে কেন্দ্র। সেই প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতা বলেন,’ভয় মুক্ত পরিবেশে অবাধে ভোট করতে দিতে হবে। তালিবানদের হাত থেকে কলকাতা পুরসভাকে বাঁচাতে হবে।’ প্রসঙ্গত, প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর দাবি জানিয়ে আসছিল বিজেপি। এই দাবিতেও এদিন সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ আধা সামরিক বাহিনী দিয়ে পুরভোট করাতে হবে। আমরা সব জায়গাতেই লড়ব। আমরা চাই ইভিএম মেশিনে ভোট করানো হোক। ‘
কয়েকদিন আগে নেপালের শাসকদল নেপালি কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে যাওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। কেন্দ্রের কাছ থেকে এ বিষয়ে অনুমতি চাওয়া হলে মুখ্যমন্ত্রীর নেপালে অনুমতি দেওয়া হয়নি। কারণ হিসেবে দেখানো হয় করোনা সংক্রমণ। মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন,’ খোঁজখবর নিলে দেখা যাবে হয়তো নেপালেও সংগঠন রয়েছে।’