টাইমস বাংলা ডেস্ক – শুক্রবারের গাব্বার গ্যালারি যে মুহূর্তের সাক্ষী থাকল, সেটা নিঃসন্দেহে অভিনব। অ্যাসেজে প্রথম টেস্টের তৃতীয় দিনের তখন প্রথম সেশনে ড্রিঙ্কস ব্রেক চলছে। হঠাৎই এক চ্যানেলের ক্যামেরা ধরল এক ইংরেজ সমর্থককে। ইনি–রব। হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বান্ধবীকে। যিনি আবার অদ্যোপান্ত অস্ট্রেলিয়ার সমর্থক। প্রেম নিবেদনের এমন দৃশ্য ততক্ষণে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও দেখানো হচ্ছে। আংটি নিয়ে বিয়ের প্রস্তাব দেওয়া চলছে। বান্ধবী ন্যাট তখন লাজুক। তাঁর মুখে লেগে রয়েছে হাসি। অবশ্য হ্যাঁ, বলতে খুব বেশিক্ষণ সময় নিলেন না ন্যাটও।
এক চ্যানেলের খবর অনুযায়ী, ন্যাটের সঙ্গে রবের প্রথম দেখা প্রায় বছর চারেক আগে। সেটাও অস্ট্রেলিয়াতে অ্যাসেজ চলাকালীনই। তারপর থেকেই নাকি ভাল লাগার শুরু। আর চার বছর পর সেই অ্যাসেজেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন তিনি।
ক্রিকেট মানে শুধুই লড়াই নয়। ক্রিকেট মানে প্রেমও। ক্রিকেট তো মিলিয়েই দেয়।
Say yes to the #Ashes. He put a 💍 on it at the Gabba's Pool Deck. pic.twitter.com/k0p9pbUd4R
— Wide World of Sports (@wwos) November 24, 2017