টাইমস বাংলা ডেস্ক, নদিয়া- প্রাকৃতিক দুর্যোগ কাটতেই জমে উঠেছে নদিয়ার কল্যাণী বইমেলা প্রাঙ্গণ। টানা দু’দিনের বৃষ্টি কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল বইমেলা কমিটির সদস্যদের। কিন্তু তা তোয়াক্কা না করেই বৃষ্টির মধ্যেও অক্লান্ত পরিশ্রমে নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠান সুসম্পন্ন করেছেন কমিটির সদস্যরা। এমনকি মেলা প্রাঙ্গণে জল জমে থাকলেও তা নিকাশির মাধ্যমে মাঠ শুকিয়ে ফেলেছেন তাঁরা। বালি ফেলে, পাম্প চালিয়ে সমস্ত জল বের করে মাঠকে ফের আগের অবস্থায় ফিরিয়ে এনেছেন বইমেলা কমিটির সদস্যরা। বইমেলায় আগত কল্যাণীর বাসিন্দা সম্পূর্ণা সেন বলেন, “দু’দিন যেভাবে বৃষ্টি হয়েছে তাতে বইমেলায় আসতে পারবো কিনা চিন্তায় ছিলাম। কিন্তু বইমেলা কমিটি যেভাবে মাঠ শুকিয়েছে তাতে মনেই হয়নি যে বৃষ্টির প্রভাব এই মাঠে পড়েছিল।” এই বিষয়ে বইমেলা কমিটির সম্পাদক সোমনাথ মজুমদার বলেন, “এটা পুরোপুরি সম্ভব হয়েছে বইমেলা কমিটির সকল সদস্যদের সহযোগিতায়। সদস্যরা সহযোগিতা না করলে এই মাঠ শুকনো করা সম্ভব হত না।” পাশাপাশি তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকেই ভেবেছেন অনুষ্ঠান হবে না। কিন্তূ নির্ধারিত সূচি অনুযায়ী আমদের সমস্ত অনুষ্ঠান হচ্ছে এবং কাল (বুধবার) সঙ্গীতশিল্পী অদিতি মহসিন অনুষ্ঠান করতে আসছেন। তাই সকল বই এবং সঙ্গীতপ্রেমীদের বইমেলায় আসার জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।”