টাইমস বাংলা ডেস্ক, হুগলি- সিঙ্গুরের প্যাটেলদের পরিবারকে কুপিয়ে খুন করার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই সম্পত্তি বিবাদের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটল। এটাও ঘটেছে হুগলি জেলায়। পর পর এমন কুপিয়ে খুনের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে হুগলির চণ্ডীতলায়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এখানেও মূল অভিযুক্ত পলাতক। স্থানীয় সূত্রে খবর, হুগলির চণ্ডীতলার বাসিন্দা সঞ্জয় ঘোষ। তাঁর স্ত্রী মিতালি এবং মেয়ে শিল্পা। তিনজনের সংসার হলেও এলাকায় ভালই পরিচিত তাঁরা। এই পরিবারের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল তাঁর খুড়তুতো ভাইয়ের। এই নিয়ে প্রায়ই অশান্তি চলত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল কিছুদিন আগে যে, অশান্তি মেটাতে সালিশি সভা ডাকা হয়েছিল। তাতে তখনকার মতো অশান্তির বাতাবরণ কমলেও ধিকিধিকি আগুন জ্বলছিল। যার খেসারত কুপিয়ে খুন। পুলিশ সূত্রে খবর, সোমবার সঞ্জয়ের বাড়ি থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। তাঁরা ছুটে গিয়ে দেখেন, রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। আর বিছানায়–মাটিতে পড়ে রয়েছে সঞ্জয়, মিতালি, শিল্পার দেহ। কিন্তু ততক্ষণে চম্পট দিয়েছে মূল অভিযুক্ত। স্থানীয়রাই খবর দেয় পুলিশে। তখন এসে মৃতের বাড়ি থেকে দেহগুলি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত এবং অভিযুক্তের তল্লাশি শুরু করেছে পুলিশ।