টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – ১৬ই নভেম্বর মেরিনার্স এরিনার জন্মদিনে এক জমকালো আন্তরিক অনুষ্ঠান পালিত হয় মোহনবাগান ক্লাবে। জন্মদিন উদযাপনে সদস্যদের সাথে যোগ দেন বহু মেরিনার্স ও বিশিষ্ট ব্যক্তিরা।
ঘরের ছেলে মাননীয় শ্রী সত্যজিৎ চ্যাটার্জী মেরিনার্স এরিনার কাজের প্রশংসা করেন এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান। আরেক ঘরের ছেলে মাননীয় শ্রী বিদেশ বসু অমর একাদশের ছবিতে মাল্যদানের মাধ্যমে সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপন করেন। বাংলা চলচিত্র জগতের বিখ্যাত অভিনেতা ও আদ্যপ্রান্ত মোহনবাগানি মাননীয় শ্রী বিশ্বনাথ বসু মেরিনার্স এরিনার জন্মদিনের কেক কাটেন ও সবার সাথে মেতে ওঠেন এদিন।
অনুষ্ঠানে মোহনবাগান গ্রাউন্ড সচিব মহেশ টিব্রিওয়াল অমর একাদশের প্রতি এবং সুব্রত মুখার্জীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। অতিথিদের হাত থেকে ক্লাব মালি, ক্লাব কর্মী এবং ক্যান্টিন কর্মী দের ১৩জনকে শীতের কম্বল প্রদান করা হয়। এদিন বিশিষ্ট জনদের হাত দিয়ে বাংলার অনুর্দ্ধ ১৫ প্রতিভাবান কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া সেরা একজন ফুটবলারকে ৩০হাজার টাকার “মেরিনার্স এরিনা অমর একাদশ শিবদাস ভাদুড়ী স্কলারশিপ ” দেওয়ার ঘোষনা করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জ ফিল্ম ও সিরিয়াল জগৎ-য়ের অভিনেতা অভিনেত্রীরা, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসার, মোহনবাগানের ক্রিকেট সচিব,ক্রিকেট কোচ পলাশ নন্দী ক্রিকেটার দেবব্রত দাস, জয়জিৎ বসু, অরিন্দম ঘোষ ও সুরকার জয় সরকার।