টাইমস বাংলা ডেস্ক, দিল্লি- নয়াদিল্লিতে পা রাখার পরই জাতীয় রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক ঘটনা ঘটতে শুরু করেছে। জুলাই মাসের সফরেও জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলেছিলেন তিনি। এবার তা আরও বাড়ল। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর কাছে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জনতা দল (ইউনাইটেড)–এর প্রাক্তন নেতা পবন ভার্মা। নীতীশের দলের এই নেতা একসময় বেশ সাড়া ফেলেছিলেন। তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। এমনকী ভারতের কূটনীতিবিদ হিসাবেও কাজ করেছিলেন। একাধিক বই লিখেছেন তিনি। , মঙ্গলবার তিনি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নয়াদিল্লিতে অভিষেকের বাসভবনে। সেখানেই তিনি এসে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এখন নীতীশের দল বিজেপির সঙ্গে জোটে রয়েছে। তাই বহু নেতারা এখন আর থাকতে চাইছেন না। বিজেপির সঙ্গে কাজ করা যায় না বলেই তাঁদের মত। তাছাড়া এখন জাতীয় রাজনীতির অলিন্দে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান মুখ হয়ে উঠেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।