টাইমস বাংলা ডেস্ক, চেন্নাই- চেন্নাই-সহ গোটা তামিলনাড়ুতে দুর্যোগ অব্যাহত। একটানা বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। এবার দুর্যোগের বলি হল ৪ শিশু-সহ ৯ জন। এদিন তামিলনাড়ুর ভেলোরে একটানা বৃষ্টিতে ধসে পড়ে একটি বাড়ি। তাতেই মৃত্যু হয় একই পরিবারের ৯ জনের। এদের মধ্যে ৪ জন শিশু বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মৃতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন। অধিকাংশ জেলার অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। ভেঙেছে অসংখ্য কাঁচা বাড়ি। হাজার দুয়েক ত্রাণশিবিরের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে অসংখ্য মানুষকে। এদিকে তিরুভাল্লুর, চেঙ্গলপাটটু ও কাঞ্চিপুরমের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিক জেলায় জরুরি ভিত্তিতে বন্ধ রাখা হয়েছে অফিসও।তামিলনাড়ু সরকার বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ করেছে তাদের কর্মীরা যেন বাড়ি থেকে কাজ করেন। এদিকে তামিলনাড়ুর সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে উদ্ধার কাজে ব্যস্ত রয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল। ক’দিন আগে চেন্নাইয়ে ট্রেন চলাচলও বিপর্যস্ত হয়। শহরে জল জমার কারণে আদমবক্কম থানাটিকেই অন্য একটি বিল্ডিংয়ে স্থানান্তরিত করা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলেও জানা গিয়েছে।