অনিসা মান্না,কলকাতা,টাইমস বাংলা ডেস্ক – এদিন বিধানসভায় বিজেপির মহিলা বিধায়করা তিনটি মুলতুবি প্রস্তাব পেশ করেন। প্রস্তাব পাঠ করার সময় অগ্নিমিত্রা পাল বলেন, ‘রাজ্য সরকার ৩০ শতাংশ দাম কমিয়েছে মদের। ২৮ টাকার নতুন ব্র্যান্ডের মদ আনা হচ্ছে। এভাবে ক্রমশই যুব সম্প্রদায়কে মাদকাসক্ত করে তোলা হচ্ছে। এরপর বিধানসভা থেকে ওয়াকআউট করে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্য সরকার নিত্যনতুন মদ এনে এবং দাম কমিয়ে সমাজকে বিপথে চালিত করছে। সমস্ত বিজেপি মহিলা বিধায়করা এর বিরোধিতায় বিধানসভায় মুলতুবির প্রস্তাব আনেন। কিন্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এর সঠিক উত্তর দেননি। রাজ্যে ২ কোটি বেকার। মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী হিন্দু ওবিসি সম্প্রদায়ের চাকরি পাচ্ছে এক বিশেষ সম্প্রদায়। ২০১৪ সাল থেকে বন্ধ এসএসসি, টেট, প্রাইমারি। আপার প্রাইমারিতে দুর্নীতির জেরে রেজাল্ট বেরিয়েও নিয়োগ বন্ধ। যুবকদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার।’ রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলের বিধায়করা। এরপর শুভেন্দু অধিকারির নেতৃত্বে অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। শুভেন্দু এদিন আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জেনে রাখা উচিত তার আমলে রাজ্যে ভোজ্য তেলের দাম ২০০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৪০ টাকা, ১ কুইন্টাল চাল ৩৫০০ টাকা। তাঁর বোঝা উচিত যে মাসে ৫ হাজার টাকায় শিক্ষিত যুবকদের কিছু হয় না। বিধানসভা বিরোধীদের, বিধানসভা জনগণের জন্য। কথায় কথায় বলছেন, আমরা সংখ্যায় ২০০। বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না।’