টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগনা – এলাকাদখলকে কেন্দ্র করে বিবাদের জেরে বৃহন্নলার বাড়িতে হামলার অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে। যার জেরে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার গোপালনগরের সাইলিপাড়ায়। আক্রান্ত পাখির অভিযোগ, নদিয়া জেলার বৃহন্নলারা উত্তর ২৪ পরগনার ওই এলাকা দখলের চেষ্টা করছেন। প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন তিনি। ঘটনায় গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষই।মঙ্গলবার দুপুরে পাখির বাড়িতে চড়াও হন নদিয়া জেলার কয়েকজন বৃহন্নলা। অভিযোগ মারধর করা হয় পাখিকে। তাঁর ঘর লন্ডভন্ড করে দেয় দুষ্কৃতীরা। এমনকী রান্না করা ভাতের হাড়ি পর্যন্ত উলটে দেয় তারা।গোপালনগরের বৃহন্নলাদের অভিযোগ, নদিয়া জেলার কয়েকজন বৃহন্নলা তাদের এলাকায় ঢুকে কাজ করছেন। এভাবে এলাকায় নিজেদের প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছেন তারা। তার প্রতিবাদ করায় নদিয়া জেলার বৃহন্নলারা দুষ্কৃতীদের নিয়ে পাখির বাড়িতে হামলা চালিয়েছে। আহত বৃহন্নলাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালনগর থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুপক্ষ। তদন্তে নেমেছে গোপালনগর থানার পুলিশ।