টাইমস বাংলা ডেস্ক – মণিপুরে জঙ্গি হামলায় মৃত্যু হল ৪৬ অসম রাইফেলসের কমান্ডিং অফিসারের। এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রহী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, সেই জঙ্গি হামলায় কর্নেলের পরিবারের দুই সদস্য এবং আরও চার জওয়ান মারা গিয়েছেন। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কনভয়ে কর্নেলের স্ত্রী এবং ছেলেও ছিলেন।প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৪৬ অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী মায়ানমার সীমান্ত থেকে একটি কনভয়ে নিয়ে ফিরছিলেন। সঙ্গে ছিল তাঁর স্ত্রী এবং এক নাবালক পুত্র। ওই কম্যান্ডিং অফিসারের সঙ্গে সেনার অন্যান্য জওয়ান এবং কুইক রেসপন্স টিমের সদস্যরাও ছিলেন। সেসময় আচমকায় হামলা চালায় দুষ্কৃতীরা। মৃত্যু হয় ওই কম্যান্ডিং অফিসার, তাঁর স্ত্রী এবং পুত্রের। সেই সঙ্গে আরও একাধিক সেনা জওয়ান শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। যদিও এই ঘটনা সম্পর্কে সেনা সরকারিভাবে এখনও কোনও বিবৃতি দেয়নি। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মায়ানমার সীমান্তের কাছে চূড়াচন্দ্রপুর জেলায় সেই হামলা চালানো হয়েছে। এখনও কোন জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তারইমধ্যে টুইটারে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, ‘৪৬ অসম রাইফেলসের কনভয়ে কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা করছি। সেই হামলায় কমান্ডিং অফিসার, তাঁর পরিবার-সহ কয়েকজন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জঙ্গিদের খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশ এবং আধাসামরিক বাহিনী। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।’