অনিসা মান্না, ভাঙ্গড়, টাইমস বাংলা ডেস্ক – ভাইজান আব্বাস সিদ্দিকির একটি ধর্মীয় সভা ঘিরে রণক্ষেত্রের আকার নিল ভাঙড়। রবিবার সভাটি হওয়ার কথা ছিল। তার আগেই নাকি আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। আব্বাস অনুগামীদের বাড়িতে গিয়ে তাদের উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। অভিযোগ এমনটাই। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হন বলে জানা গিয়েছে। জখম আইএসএফ কর্মীদের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সেখানে যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাদের যে ধর্মীয় সভা হওয়ার কথা ছিল, সেই সভা বানচাল করতেই এই উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালায় তৃণমূল কর্মীরা। সংঘর্ষের খবর পেয়ে তাত্ক্ষণিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় ভাঙড় থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার রাতেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এই সংঘর্ষের প্রসঙ্গে বলেন, প্রশাসনের একটা অংশ সরকারের কথায় ওঠা বসা করে। এলাকা থেকে আইএসএফ মুছে ফেলতে চাইছে তারা। যখন দেখছে জোর করে ঝান্ডা ধরালেও কোনও লাভ হচ্ছে না, তখন এই সব করছে। নওশাদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে এলাকার পুলিশ প্রশাসনের যোগ রয়েছে। যদিও পুলিশ তার এই অভিযোগ পুরো যুক্তিহীন বলে আখ্যা দিয়েছে।