অনিসা মান্না,কলকাতা, টাইমস বাংলা ডেস্ক – শনিবার রাতের ঘটনা। দক্ষিণ কলকাতার কাঁকুলিয়া রোডের এক মহিলা আইনজীবীর দাবি, তাঁকে শারীরিকভাবে নিগ্রহের পাশাপাশি খুনের চেষ্টা করেছেন খোকন সরদার ও তাঁর সঙ্গীরা। এই মর্মে ইতিমধ্যে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। রাতেই গড়িয়াহাট থানায় অভিযোগ করতে যান নির্যাতিতা। গড়িয়াহাট থানার তরফে জানানো হয়, তাঁকে পুলিশের গাড়িতে করে রবীন্দ্র সরোবর থানায় পৌঁছে দেওয়া হয়। সেখানে অভিযোগ দায়ের করেন মহিলা। ঘটনায় পালটা মহিলা আইনজীবীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ এনেছেন খোকনবাবু। মহিলা আইনজীবীর সঙ্গে খোকনবাবুর ঝামেলা বেশ পুরনো। এর আগেও একাধিকবার খোকনবাবুর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। রয়েছে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও। মহিলার দাবি, শনিবার রাতে পথ কুকুরদের খাবার দিতে গিয়েছিলেন তিনি। তখন তাঁর ওপর হামলা চালায় খোকন সরদারের আশ্রিত দুষ্কৃতীরা। তাঁকে চড় – থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দেয় তারা। এর পর লাথি ঘুসি চালাতে থাকে। এমনকী তাঁকে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ মহিলার।