টাইমস বাংলা ডেস্ক, মহারাষ্ট্র – ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের হাসপাতালে। শনিবার রাজ্যের আহমেদনগরের এক হাসপাতালের কোভিড ওয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ১০ জন। আরও একজন গুরুতর জখম। দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নেভানো গিয়েছে। কী করে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান থেকে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।আমেদনগরের জেলাশাসক রাজেন্দ্র ভোঁসলকে জানিয়েছেন, জেলা হাসপাতালের আগুনে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকাল ১১ টা নাগাদ যখন আগুন লেগেছে, তখন হাসপাতালে ১৭ জন করোনাভাইরাস রোগী ভরতি ছিলেন। কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকলবাহিনীর অনুমান, শর্ট সার্কিট থেকেই হাসপাতালে আগুন লেগে যায়। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফড়ণবীস। টুইটারে তিনি বলেন, ‘নগর থেকে অত্যন্ত ভয়ঙ্কর এবং বাজে খবর আসছে। নগর সিভিল হাসপাতালের আইসিইউতে আগুন লেগে যাওয়ায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের গভীরভাবে সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বিস্তারিত তদন্ত করতে হবে। দোষীদের বিরুদ্ধে নিতে হবে কড়া ব্যবস্থা।’অগ্নিকাণ্ডের যে ভিডিও পাওয়া যাচ্ছে তাতে দেখা গিয়েছে, হাসপাতালের নীচতলা থেকে আগুনের শিখা বেরচ্ছে। সেই সঙ্গে এও দেখা গিয়েছে, কীভাবে দ্রুত ঘটনাস্থল থেকে রোগীদের বের করে আনা হচ্ছে।