টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – ভাইফোঁটার সকালে খাস কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা। বাঘাযতীন উড়ালপুলের কাছে এক স্কুটার আরোহীকে পিষে দিল বাস। হাসপাতালে নিয়ে গেলে ওই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘাতক বাসটির চালক এবং কন্ডাক্টর প্রথমে পালানোর চেষ্টা করলেও কন্ডাক্টরকে আটক করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, শুভজিত সুর নামের ওই বাইক আরোহীর বাড়ি গড়িয়ার সাহাপাড়ায়। এদিন সকালে বাইপাস দিয়ে সায়েন্স সিটির দিকে অফিসে যাচ্ছিলেন তিনি। সকালে বাঘাযতীন উড়ালপুলে গড়িয়া স্টেশন থেকে বাগবাজারগামী ওই বেসরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকে ধাক্কা মারে। বাইক থেকে পড়ে যান তিনি। উড়ালপুল থেকে নামার সময় বাসটি দ্রুত গতিতে আসার ফলে ব্রেক কষেও থামাতে পারেনি চালক। ফলে ওই স্কুটার আরোহীর উপর দিয়েই চলে যায় বাসের চাকা। চাকার তলায় একপ্রকার পিষে যান শুভজিত সুর নামের ওই যুবক। রক্তাক্ত অবস্থায় পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের আধিকারিকরা আরোহীকে নিয়ে যান একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটার আরোহীকে পিষে দেওয়ার পরও গাড়িটি থামাতে চায়নি চালক। বাসের যাত্রীরাই তাকে গাড়ি থামানোর জন্য চাপ দিতে থাকেন। বেগতিক দেখে বাস না থামিয়ে চলন্ত অবস্থাতেই ঝাঁপ দিয়ে পালিয়ে যায় চালক। ঝাঁপ দেয় বাসের কন্ডাক্টরও। কোনও রকমে বাসেরই এক যাত্রী গাড়িটিকে থামান। নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।সার্ভে পার্ক থানার পুলিশ পরে ওই বাসের কন্ডাক্টরকে গ্রেপ্তার করে। চালক এখনও অধরা। তার খোঁজ চলছে।