টাইমস বাংলা ডেস্ক, পশ্চিম মেদিনীপুর- বাজি তাণ্ডবের শিকার পথকুকুর। বিস্ফোরণে গুরুতর জখম খরিদা গুরদুয়ারের সামনের এলাকার রাস্তায় ঘোরাফেরা করা একটি কুকুর। সারমেয়টির একটি পা উরুর কাছ থেকে সম্পূর্ণ উড়ে গিয়েছে। ল্যাজের অর্ধেক অংশও নেই। যন্ত্রণাকাতর পশুটিকে উদ্ধার করে তার শুশ্রূষা শুরু করেছেন স্ট্রিট পজ নামে একটি পশুপ্রেমী সংগঠন। কালীপুজো ও দীপাবলির দিন থেকেই রীতিমতো শব্দতাণ্ডব চলেছে খড়গপুর শহর জুড়ে। আদালতের রায়কে বুড়ো আঙুল দেখিয়েই দেদার বাজি উল্লাস চলছে খড়গপুর শহরের ইন্দা, খরিদা, গোলবাজার, মালঞ্চ, নিমপুরা, তালবাগিচা, রবীন্দ্রপল্লী, প্রেমবাজারে। সন্ধ্যা শুরু হতে না হতেই শব্দবাজির তাণ্ডব শুরু হয়ে যায় বলে অভিযোগ। রাত ন’টার পরও তা অব্যাহত থাকে। শব্দবাজির তাণ্ডব থেকে রেহাই পায় না রাস্তায় থাকা অবলা কুকুর-বিড়ালগুলি। স্ট্রিট পজ সংগঠনে কর্মকর্তা কমলজিৎ সিং বলেন, “সম্ভবত চারদিন আগে খরিদা গুরদুয়ারের সামনে থাকা কুকুরটির সঙ্গে এই বর্বরতা হয়েছে। ছেলে কুকুরটির বাঁ পা উরু থেকে পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। উড়ে গিয়েছে ল্যাজের ৭৫ ভাগ। বাম চোখের নিচে গভীর ক্ষত রয়েছে। কুকুরটিকে মারাত্মক জখম অবস্থায় পড়ে থাকতে দেখে ওখানকার কিছু যুবক আমাকে খবর দেন। কালীপুজোর দিন ওকে আমরা ট্রেস করতে পারি। ওর ল্যাজে পোকা হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার ওকে কিছুটা ওষুধ দেওয়া হয়। কিন্তু অপারেশন ছাড়া ওকে বাঁচানো সম্ভব নয় বলে আমাদের একজন ভেটনারের সাহায্য নিতে হয়। শুক্রবার দুপুরে অপারেশন করা হয়েছে কুকুরটির।”কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানেন না স্থানীয়রা। তবে তাঁদের অনুমান, কুকুরটির পায়ের সঙ্গে বাজি বেঁধে দেওয়া হয়েছিল। ঘুমন্ত অবস্থায় কিংবা তার আস্তানায় বাজিটি এমন ভাবে ফাটানো হয়েছে যাতে সে পালানোর সুযোগই পায়নি।