টাইমস বাংলা ডেস্ক , কলকাতা – বিজেপি ছাড়ছেন জয় বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দিয়েছেন তিনি। তবে তিনি কোন দলে যোগদান করতে চলেছেন সেব্যাপারে এখনো কিছু জানাননি জয়বাবু। ২ বছর ধরে দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও সেভাবে কাজের সুযোগ পাননি। এই মর্মে মোদিকে লেখা চিঠিতে আগাগোড়া নিজের ‘অভিমান’ প্রকাশ করেছেন জয়। জানিয়েছেন, খুব শিগগিরই বিজেপি ছাড়বেন। তার আগে এই সিদ্ধান্তের কথা তিনি জানালেন মোদিকে। শনিবার নরেন্দ্র মোদিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত একটি চিঠি লিখেছেন জয় বন্দ্যোপাধ্যায়। প্রতি ছত্রে ছত্রে অভিমানের কথা। কীভাবে ২০১৭ সাল থেকে তিনি বিজেপির সঙ্গে যুক্ত থেকে, জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পরও সেভাবে দায়িত্বের সঙ্গে কাজ করতে পারেননি, অসুস্থ হওয়ার পর দলের তরফে কোনও সাহায্য পাননি – এসব অভিযোগই তিনি লিখেছেন চিঠিতে। ২০১৪ সালে বিজেপিতে যোগদান করেন জয় বন্দ্যোপাধ্যায়। দলের হয়ে একাধিক নির্বাচনে অংশগ্রহণ করলেও জয় পাননি তিনি। বিধানসভা নির্বাচনে টিকিটের সিকে ছেঁড়েনি তাঁর কপালে। এর পরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। তবে বিজেপির অন্দরের খবর, জয়বাবু জটিল অসুখে অসুস্থ। তাঁরপক্ষে নির্বাচনে লড়াই করার ধকল নেওয়া সম্ভব ছিল না। ২০১৭ সালে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয় জয় বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু গত বছর তাঁকে সরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে সেই পদে বসানো হয়। জয়বাবুর অভিযোগ, বিজেপিতে গুরুত্ব পাচ্ছিলেন না তিনি। সঙ্গে তাঁর অসুস্থতার চিকিৎসায় দলের কাছে সাহায্য চেয়েও পাননি তিনি। ফোনে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি সত্যি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। তবে এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করছি না। কবে যোগদান করবো সেই নিয়েও কোনো চিন্তাভাবনা করিনি।