অনিসা মান্না, টাইমস বাংলা ডেস্ক – কলেজের অনেক পড়ুয়ার জায়গা খালি থাকার কারণে ভর্তি প্রক্রিয়ার দিন সংখ্যা বাড়ানোর আর্জি জানায় কলেজগুলি। তারই ফলে শিক্ষা দফতরের পক্ষ থেকে দেওয়া হল নয়া নির্দেশিকা। কলেজে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৬শে নভেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। নতুন করে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কবে থেকে এই নতুন করে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে এখনও কোনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে এই নির্দেশনামার জেরে কলেজে ভর্তির ক্ষেত্রে নতুন করে দরজা খুলছে পড়ুয়াদের কাছে। কলেজের নতুন বর্ষের পঠন-পাঠন শুরু হয়ে গিয়েছে গত ১লা অক্টোবর থেকে। সেক্ষেত্রে মাস দুয়েক পরে যারা ভর্তি হবে স্বাভাবিকভাবেই তারা কিছুটা সমস্যায় পড়বেন। ক্লাসের সঙ্গে তাল মেলাতে তারা হোঁচট খেতে পারে। এর সঙ্গেই সিলেবাস শেষ করার ক্ষেত্রেও তাদের সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে যারা ভর্তি হতে পারেননি তাদের কিছুটা হলেও সুযোগ বাড়ল। ইউজিসির তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন বা অফলাইন যেভাবেই হোক ভর্তি প্রক্রিয়া শেষ করতেই হবে। এর সঙ্গেই অক্টোবরের প্রথম সপ্তাহ অর্থ্যাৎ ১লা অক্টোবর থেকে ক্লাস শুরুর কথা বলা হয়েছিল। তবে রাজ্যের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে আসন পূরণ করার জন্য নতুন ভর্তির নির্দেশনামায় মোটের উপর সুবিধা হবে ছাত্রছাত্রীদেরই।