অনিসা মান্না,দক্ষিণ ২৪ পরগনা, টাইমস বাংলা ডেস্ক – সুভাষগ্রাম অঞ্চল থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হল জেএমবি জঙ্গিকে। সেই ব্যাক্তি নাম পরিবর্তিত করে বাংলাদেশ থেকে ঢুকে পড়েছিল এদেশে। তার কাছ থেকে জাল পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে জেরা করছে এনআইএ। তিনি বাংলাদেশের বাসিন্দা। এই বছরের মে মাসের প্রথমে সীমান্ত পেরিয়ে প্রথমে কলকাতায় আসে মেকাইল খান। যদিও সে নিজেকে শেখ সাব্বির বলে পরিচয় দিয়েই হরিদেবপুরে বাড়ি ভাড়া নেয়। গত এপ্রিলের শেষ থেকেই দফায় দফায় মালদহ, মুর্শিদাবাদের সীমান্ত পেরিয়ে এই রাজ্যে আসে অন্তত ১৫ জন জেএমবি জঙ্গি। তাদের মধ্যে কয়েকজন যায় ওড়িশায়। কয়েকজন জম্মু ও কাশ্মীরে। আরও খবর, জুনের শেষের দিকে বাংলাদেশ থেকে কলকাতায় আসে হুজি তথা জেএমবি নেতা আল আমিনের ভায়রা ভাই নাজিউর রহমান পাভেল। জুলাই মাসে হরিদেবপুর থেকে ওই জঙ্গিদের গ্রেপ্তার করা হয়। ৮ নভেম্বর পর্যন্ত তাদের নিজের হেফাজতে রেখেছে এনআইএ। গ্রেপ্তার করা জঙ্গিকে জেরা করার ফলে, জেএমবি জঙ্গি আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে চাইবে এনআইএ। দীপাবলির আগে রাজ্যে তার কোনও নাশকতার ছক ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিল, লুকিয়ে থাকার সময় কেউ তাকে সাহায্য করত কিনা, ধৃত জেএমবি জঙ্গিকে জেরা করে সে সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীরা। এতো জাল নথিপত্র আসলই বা কোথা থেকে এইসব বিষয়ে খোঁজ লাগাচ্ছে তদন্তকারীরা।