অনিশা মান্না, টাইমস বাংলা ডেস্ক, কলকাতা- পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিহার থেকে কলকাতাতে অস্ত্রোপাচারের ছক বানচাল করল। উত্তর শহরতলির বরানগরে ন’টি রিভলভার উদ্ধার করলো পুলিসের সেই স্পেশ্যাল টাস্ক ফোর্স। অস্ত্র পাচারের অভিযোগে এক পাচারকারীকে গ্রেপ্তারও করেছেন রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা। পুলিশ জানিয়েছে সম্প্রতি গোয়েন্দাদের কাছে খবর আসে যে, কলকাতায় পাচার হচ্ছে আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে বরানগরে ফাঁদ পাতেন গোয়েন্দারা। সেইমতো তাঁদের হাতে ধরা পড়ে নাজির হোসেন নামে ওই ব্যক্তি। সে একবালপুরের বাসিন্দা। এছাড়াও হাওড়ার টিকিয়াপাড়ায় তার ডেরা রয়েছে। তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় ন’টি রিভলভার। সেগুলি বিহারের মুঙ্গেরে তৈরি বলেই ধারণা গোয়েন্দাদের। দিওয়ালি আগেও অনেকবার এই ব্যাক্তি কলকাতাতে আগ্নেয়অস্ত্র পাচার করেছিল । পুলিশ এই অস্ত্র-গুলি উৎস স্থল খোঁজার চেষ্টা করছে । সোমবার মধ্য কলকাতার বউবাজার এলাকার বি বি গাঙ্গুলি স্ট্রিট ও ফিয়ার্স লেনের সংযোগস্থল থেকে মহম্মদ মুর্শিদ খান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সব মিলিয়ে দিওয়ালির আগে অতি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ পুলিশ ও গোয়েন্দা বিভাগ। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকেই সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। তবে উৎসবের মরশুমে এই অস্ত্রগুলি কোথায় পৌঁছে দেওয়ার চেষ্টা চলছিল কিংবা এর আড়ালে বড়সড় কোনও নাশকতার ঘুঁটি সাজানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা।