অনিশা মান্না, টাইমস বাংলা ডেস্ক – গণনার প্রথমেই বিপুল ভোটে এগিয়ে গিয়েছিল তৃণমূল প্রার্থীরা। তার ফল পাওয়া গেল ভোট গণনার শেষে। উপনির্বাচনে ৪-০ ব্যবধানে ‘জয়’ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং নদিয়ার শান্তিপুরে ভোট গণনা শুরু হতেই জয়জয়কার শুরু হয় তৃণমূলের। বেলা বাড়তেই ব্যবধান বাড়াতে শুরু করেন তৃণমূল প্রার্থীরা। প্রতিটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস। যেই চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, তার দুটি বিজেপির জেতা আসন ছিল। তবে সেই দুটি আসনও বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি টুইট করে জয়ী প্রার্থীদের শুভেচ্ছাবার্তা জানান। তিনি বলেন ‘বিজয়ী চার প্রার্থীকে আমার আন্তরিক অভিনন্দন!’এই জয় জনগণের জয়। কারণ এই জয় দেখায় কীভাবে বাংলা সর্বদা অপপ্রচার ও ঘৃণার রাজনীতির পরিবর্তে উন্নয়ন ও ঐক্যকে বেছে নেয়। জনগণের আশীর্বাদে আমরা বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি!’ গোসাবা ও দিনহাটায় রীতিমতো তৃণমূলের ঝড় বয়েছে। দুই আসনেই জয়ের ব্যবধান বিশাল। গোসাবায় প্রায় ১ লক্ষ ৩০ হাজারের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। অপরদিকে দিনহাটায় ১ লক্ষ ৬৩ হাজারের রেকর্ড ব্যবধানে জিতে ৫৭ ভোটে হারার ‘বদলা’ নেন উদয়ন গুহ। অপরদিকে খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় এবং শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীও বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন। এই চার আসনে বিপুল জয় পাওয়ার ফলে প্রায় উৎসবের আনন্দে রয়েছে তৃণমূল দল।