টাইমস বাংলা ডেস্ক, হাওড়া -ডেঙ্গুর আঁতুরঘর হয়ে উঠেছে হাওড়া পুরসভার ২৪ নং ওয়ার্ড। রবিবার এই ওয়ার্ডের এক শিশুর মৃত্যু হয় ডেঙ্গুতে। এরপর সোমবার ওই ওয়ার্ডে অভিযান চালায় পুরসভার স্বাস্থ্য কর্মীরা। মৃত ওই শিশুর বাড়ির সামনের কয়েকটি বাড়ি থেকে মিলেছে এডিস মশার লার্ভা। এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় এক বাসিন্দা জানান, পুরসভা নিজেদের পিঠ বাঁচানোর জন্য বলছে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে।এতদিন কেন নর্দমা পরিষ্কার হয়নি ।কেন পুর পরিষেবা পাচ্ছে না মানুষ, এই প্রশ্ন তোলেন তিনি। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান,সবসময় পুরসভা মানুষের পাশে আছে। যথাসাধ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিন ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বৈঠক করা হয়। আগামী দিনে সচেতনতা বাড়াতে বিশেষ জোর দেওয়া হবে। জমা জল যাতে না থাকে সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত ২২ জন আক্রান্ত ২৪ নং ওয়ার্ডে। অন্যান্য ওয়ার্ড গুলোতে বেশকিছু ডেঙ্গু আক্রান্তের খবর আসছে। আগামীদিনে ডেঙ্গু প্রতিরোধে গুরুত্ব দেবে পুরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তর।