অনিসা মান্না, ত্রিপুরা, টাইমস বাংলা ডেস্ক – রবিবার দুপুরে হোটেল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আগরতলার সভার উদ্দেশে রওনা হন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরেই সেখানে যোগদান করেন তৃণমূলে। রবিবার ত্রিপুরার আগরতলায় রবীন্দ্রভবনের সভামঞ্চে দলত্যাগের জন্য জনসমক্ষে ক্ষমাপ্রার্থনা করলেন প্রাক্তন মন্ত্রী। বললেন, “আমি লজ্জিত, অনুতপ্ত, ভুল স্বীকার করছি।” সূত্রে খবর শুক্রবার রাজীব পৌঁছে গিয়েছিলেন আগরতলায় কিন্তু প্রকাশ্যে আসেননি। ত্রিপুরার সভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি সব সময় বিদ্বেষমূলক কথা বলে। আমি বারবার বলেছি, ব্যক্তিগত আক্রমণ কোনওদিন বাংলার মানুষ ভালভাবে নেবে না। এই রাজনীতিতে বাংলার মানুষ মানবেন না।” তাঁর কটাক্ষ, বিজেপি শুধুমাত্র ক্ষমতার লোভেই নানারকম প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তাঁর কোনওটাই ফলপ্রস্রু হত না। কেবলমাত্র ত্রিপুরার আগরতলার জনসভাতেই কেন রাজীব তৃণমূলে যোগ দিল সেই প্রশ্নের উত্তরে জানা গেল ত্রিপুরার গত ভোটেও রাজীব তৃণমূলের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তাই আগরতলার মাটিতেই তিনি অভিষেকের হাত ধরে ফের তৃণমূলে ফিরতে চান। আর তৃণমূল তার এই অনুরোধ স্বীকার করেছিল। যেমন কথা তেমন কাজ রবিবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী। তার এই প্রত্যাবর্তন ভালো চোখে দেখছে না তৃণমূলের নিচুতলার কর্মীরা। ফলে দলে নিজের অস্তিত্ব বজায় রাখতে নিচুতলার কর্মীদের মন জয় করে চলাটাও রাজীবের কাছে একটা বড় চ্যালেঞ্জ।