অনিসা মান্না , কলকাতা, টাইমস বাংলা ডেস্ক – আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এখনও আনুষ্ঠানিকভাবে বাংলায় শীত আসেনি। শীতের আগমনের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে ইতিমধ্যে রাজ্যে উত্তরের হাওয়া ঢুকতে শুরু করেছে। সেই কারণেই রবিবার রাত থেকে থাকবে শীতের আমেজ । কালীপুজো ও ভাইফোঁটা পর্যন্ত চলবে এই শীতের আমেজ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। কলকাতার সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনার অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এর তুলনায় আরও কম হবে। উত্তরবঙ্গের আবহাওয়াও বলছে একই কথা , দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে। সেখানেও ধীরেধীরে কমছে তাপমাত্রা। শুধুমাত্র সোমবার এবং মঙ্গলবার দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া উত্তরবঙ্গের অন্যত্র বৃষ্টির সম্ভাবনা নেই। তার ফলে উত্তরবঙ্গেও শীতের আমেজ অনুভূত হবে। কমবে তাপমাত্রা। উল্লেখ্য তামিলনাড়ু উপকূলে শ্রীলঙ্কা সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টির পূর্বাভাস আছে কেরালা, পুদুচেরিতেও। সেইসঙ্গে আগামী দু’সপ্তাহে উত্তর-পশ্চিম ভারত, মধ্য ও দক্ষিণ ভারতের অনেক অংশে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। তবে কলকাতাতে রবিবার রাত থেকে পরবে হালকা কুয়াশা এবং ভোর বেলা ভালোই শীত অনুভূত হওয়ার সম্ভাবনা। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ছে না বলেই দাবি আবহাওয়া দপ্তরের।