টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – করোনার দ্বিতীয় ঢেউয়ের পর দীর্ঘ ছয় মাসের মাথায় লোকাল ট্রেন চালানোর অনুমতি দিল রাজ্য সরকার। ১৫ ই নভেম্বর থেকে খুলতে চলেছে স্কুল-কলেজ সেইসূত্রে লোকাল ট্রেনের ভূমিকা অনেকটা । এতদিন ধরে স্টাফ স্পেশাল ট্রেন চলছিল। এখন স্কুল কলেজ খোলার কারণে লোকাল ট্রেন চালু করতে কার্যত বাধ্য হল রাজ্য সরকার। রবিবার বেশিরভাগ অফিস বন্ধ। তার ফলে যাত্রীসংখ্যা কিছুটা কম। আগামিকাল সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন। সেদিন লোকাল ট্রেনে যাত্রীসংখ্যা আরও বেশ কিছুটা বাড়বে। সেক্ষেত্রে কর্মব্যস্ত দিনগুলিতে কীভাবে রাজ্যের নির্দেশিকা মানা হবে, তা নিয়ে উদ্বিগ্ন প্রায় সকলেই। ভিড়ের ছবি কিছুটা হলেও আতঙ্ক বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। লোকাল ট্রেন চালু হওয়ার প্রথম দিনই দেখা গেল অনিয়ম। ৫০জনের বেশি কামরায় না ওঠার নিয়ম থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে কামরায় প্রায় ১০০ জনের কাছাকাছি মানুষ উঠছে। কারো কারো মুখে আবার মাস্কও নেই। তাদেরকে মাস্ক পরার কথা বললে যাত্রীদের পাল্টা দাবি , কোনও কোনও স্টেশনে যথেষ্ট তৎপর আরপিএফ এবং জিআরপি। ভিড় ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতামত খুব জরুরি না হলে লোকাল ট্রেন ব্যবহার না করতে। তবে সব স্টেশনে লোকাল ট্রেন চললেও, আদ্রা ডিভিশনের ছবিটা একেবারেই অন্যরকম। রেল কর্তৃপক্ষের দাবি, এখনও পর্যন্ত রাজ্যের তরফে আদ্রা ডিভিশনের ডিআরএমের কাছে কোনও নির্দেশিকা না এসে পৌঁছনোয় লোকাল ট্রেন চালানো হয়নি। তার ফলে ক্ষুব্ধ বাঁকুড়া ও পুরুলিয়ার অগণিত মানুষ।