টাইমস বাংলা ডেস্ক – বিধানসভা ভোটের মাসদুয়েক আগে বিজেপিতে যোগ দিলেও নিজের কেন্দ্র ডোমজুড়ে জিততে পারেননি রাজীব। যে আসনে পাঁচ বছর আগে হাসতে-হাসতে জিতেছিলেন, সেই আসনেই স্রেফ উড়ে যান। তারপর থেকেই বিজেপির প্রতি মোহভঙ্গ শুরু হয় রাজীবের। তখন থেকেই তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তনের কানাঘুষো শোনা যাচ্ছিল। অবশেষে রবিবার সত্যি হতে চলেছে সেই জল্পনা। ত্রিপুরায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। সেই সভায় ত্রিপুরার প্রাক্তন বিজেপি বিধায়ক আশীষ দাস তৃণমূলে যোগ দেবেন। যিনি দুর্গাপুজোর ঠিক আগেই কলকাতায় এসে ন্যাড়া হয়ে ‘প্রায়শ্চিত্ত’ করে বিজেপি ছেড়ে দেন। আশীষ এবং রাজীব একসাথেই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেবে বলে খবর। বিধানসভা ভোটের আগে রাজীব নানা কথা বলে তৃণমূল দল এবং তৃণমূল নেত্রীকে অপমান করেছিলেন । সেই রাজীব আবার ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন। এমন একজন সুযোগ্য সন্ধানী মানুষকে দলে নিতে আপত্তি জানায় তৃণমূল কর্মীরা। সূত্রের খবর, বিশেষত অরূপ রায় এবং ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ একেবারে রাজীবকে দলে নেওয়ার বিরোধিতা করেন। রাজীবকে দলে নেওয়ার বিরোধিতার বিক্ষোভ দেখান ডোমজুড়ের তৃণমূলকর্মীরাও।