অনিশা মান্না, কলকাতা, টাইমস বাংলা ডেস্ক- চিকিৎসকদের উদাসীনতার কারণে প্রসূতি ও তার সন্তানের মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ আনছে প্রসূতির পরিবার। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই গাফিলতির অভিযোগ মানতে নারাজ। শেখ শাহনাজ নামে ওই প্রসূতি তপসিয়ার বাসিন্দা। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ আচমকাই তাঁর পেটে যন্ত্রণা শুরু হয়। পরিজনেরা তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন। সোজা জরুরি বিভাগে প্রসূতিকে নিয়ে যান তাঁরা। পরিবারের অভিযোগ, সাড়ে তিন ঘণ্টা ধরে স্ট্রেচারেই পড়েছিলেন ওই মহিলা। পেটের যন্ত্রণায় ছটফট করলেও তার চিকিৎসার কোনও বন্দোবস্ত হয়নি বলে অভিযোগ। শুক্রবার মাঝরাতে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।পরে ওই মহিলা মৃত বাচ্চা প্রসব করেছে বলে পরিবারকে জানানো হয়। শনিবার দিন সকালে প্রসূতির পরিবারকে জানানো হয় প্রসূতিরও মৃত্যু হয়েছে। তা শুনেই বেজায় চটে যায় পরিবারের লোকেরা।অভিযোগ হাসপাতাল ভাঙচুর করতে শুরু করে পরিবারে লোকজন। কর্তৃপক্ষের গায়ে হাত তোলে বলে অভিযোগ এসএসকেএম সুপারের। পরিস্থিতি বেশি উত্তপ্ত হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং পরিবারের লোকদের সুবিচারের আশ্বাস দেয়। হাসপাতালের সুপার পীযূষ রায় প্রসূতির পরিবারের তোলা গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সময়মতো চিকিৎসা হয়েছে। হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালে আসার আগে থেকেই অন্তঃসত্ত্বার শারীরিক অবস্থা মোটেও ভাল ছিল না, সে কারণে মৃত্যু হয়েছে তাঁর। কেউ চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদের উপর হামলা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই সাফ জানিয়েছেন হাসপাতাল সুপার।