টাইমস বাংলা ডেস্ক, মুম্বাই- বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরিয়ান খান। তবে সেদিন ঘরে ফেরা হয়নি শাহরুখপুত্রের। জামিন সংক্রান্ত অফিসিয়াল সব কাজ মিটতে দেরি হওয়ায় শুক্রবার রাতটাও আরিয়ানকে থাকতে হয়েছিল হেফাজতে। শনিবার সকাল সকালই ঘরে ফিরলেন আরিয়ান। সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে শাহরুখ ও আরিয়ানের পাশে থাকলেন বলিউডের সেলেবরা। আর মাধবন, হৃতিক রোশন, ফারহা খান, জুহি চাওলা প্রায় সবাই আরিয়ানের বাড়ি ফেরায় নিজেদের খুশি উজাড় করে দিয়েছেন ফেসবুক, ইনস্টাগ্রামে। শাহরুখের বাড়ি মন্নতের সামনে রীতিমতো উৎসব, অনুরাগীদের ভিড়। আরিয়ান ও শাহরুখের নাম করে চিল চিৎকার। দিওয়ালির আগেই যেন মন্নত সেজে উঠল আলোয়। আরিয়ান খানকে নিয়ে এই বাড়াবাড়িটা নেটিজেনদের কেউ কেউ আবার ভালো চোখে দেখছেন না । তাদের মত আরিয়ান কোন দেশসেবার কাজ করেননি বা কোন নোবেল জয় করেনি যে তাকে নিয়ে এত বাড়াবাড়ি হবে। তিনি এখনো পর্যন্ত মাদক মামলায় জড়িত। তিনি জামিন পেয়েছেন ঠিকই কিন্তু পুরোপুরি নির্দোষ প্রমাণিত হননি । শাহরুখ অন্ধভক্তদের এই ধরনের বাড়াবাড়িকে বোকামি বলে ব্যাখ্যা করেছেন তারা । ধীরে ধীরে শাহরুখের পরিবারের সদস্যরা যারা বিদেশে ছিল তারা মন্নতে আসতে শুরু করেছেন। ফলে বোঝাই যাচ্ছে শাহরুখপুত্র আরিয়ানের বাড়ি ফিরে আসার সেলিব্রেশন বেশ বড় করেই হতে চলেছে।