অনিশা মান্না, কলকাতা, টাইমস বাংলা ডেস্ক – আবারও কলকাতাতে ঘটে গেল নৃশংস খুনের ঘটনা। এবার খুন হয়েছে স্ত্রী, খুনি তার স্বামী। পাশের বাড়ির ছাদ থেকে এসে গলা কেটে স্ত্রীকে নৃশংসভাবে খুন করলেন স্বামী। পরে নিজের উপরই কোন নিয়ন্ত্রণ না রাখতে পেরে ছাদ দিয়ে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করে স্বামী। ঘটনাটি ঘটেছে গড়িয়ার রামগড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহিলার নাম সারমিন বিবি। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ওই এলাকারই একটি বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সারমিন বিবির নিথর দেহ। এরপরই তারা পুলিশকে খবর দেয়। রামগড়ের একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন সারমিন বিবি। পুলিশ পাশের নির্মীয়মাণ বাড়ির ছাদ থেকে সাব্বির আলিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় সাব্বিরকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করানো হয়। সাব্বির ও সারমিনের ১২ বছরের ছেলেও রয়েছে, বলে খবর পেয়েছে পুলিশ। তদন্তে মেনে পুলিশ জানতে পেরেছে, পাশের বাড়ির ছাদ থেকে লাফ মেরে এসে স্ত্রী’কে গলার নলি কেটে খুন করে দিয়ে যান সাব্বির। স্ত্রী’কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেন সাব্বির। স্ত্রী’কে খুন করার পর নিজের উপরই কোপ বসান তিনি। পুলিশের অনুমান পারিবারিক বিবাদের জেরেই স্ত্রীকে খুন করেছেন সাব্বির। কয়েকদিন ধরেই তাদের মধ্যে চলছিল নানা পারিবারিক সমস্যা। তার ক্ষোভেই এমন পদক্ষেপ কিংবা নেপথ্যে আরো কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।