টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগণা- খড়দহ উপনির্বাচন কেন্দ্রে আহত হলেন সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। ঘটনাটি ঘটে খড়দহ স্টেশন রোড চত্ত্বরে। পার্টি অফিসে প্রবেশ করার মুহূর্তেই তাঁকে ইট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এমনটাই জানালেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। তিনি যখন গাড়ি থেকে নেমে হেঁটে দলীয় কার্যালয়ের দিকে আসছিলেন তখনই একদল যুবক তাঁকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। পিছন থেকে একটা ইট তাঁর ঘাড়ে গিয়ে পড়ে। তাঁর প্রচণ্ড আঘাত লাগে। ইটের আঘাতে তাঁর মাথা ফেটে যায়। ভাঙচুর করা হয় তাঁর গাড়িও। এই বিষয়ে প্রাক্তন সিপিআইএম বিধায়ক বলেন, ‘কয়েক জায়গায় আমাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। আমরা চাই, নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। আমাকে আজ আঘাত করা হল।’ এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকলেও । কিভাবে এই ধরনের ঘটনাগুলি উপনির্বাচন কেন্দ্র এলাকায় ঘটছে তা নিয়ে বিস্মিত নির্বাচন কমিশনের কর্তারা। এই ঘটনার কথা রাজ্য পার্টিকে জানিয়েছেন তিনি। পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে। উপনির্বাচনের দিন এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নির্বাচন কমিশনকে দলের পক্ষ থেকে নালিশ জানানো হবে বলে জানা গিয়েছে।