টাইমস বাংলা ডেস্ক, দিনহাটা- বিধানসভা ভোটে জয়ী প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক নিজের বুথেই এজেন্ট বসাতে পারেননি বলে খবর। যা নিয়ে নানা কটাক্ষ করেছে তৃনমূল। উপনির্বাচন কেন্দ্র দিনহাটাকে ঘিরে বিক্ষিপ্ত অশান্তি । কোথাও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি। তো কোথাও আবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনছে তৃণমূল। নীতিশ প্রামাণিকের বুথে বিজেপির এজেন্ডরা বসতে পারেনি বলে তাদের সংগঠন নড়বড়ে বলে কটাক্ষ করেছে তৃণমূল। আবার অপরদিকে তৃণমূলের গুন্ডামির কারণে বুথে এজেন্ট দিতে পারেনি বলে পাল্টা অভিযোগ বিজেপির। শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার মধ্যে অন্যতম কোচবিহারের দিনহাটা কেন্দ্র। গতবার এই কেন্দ্র থেকেই মাত্র ৫৭টি ভোটে জিতেছিলেন নিশীথ প্রামাণিক। পরে অবশ্য তিনি বিধায়ক পদ ছেড়ে দিয়ে সাংসদ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে বসেন। যে কাজটি এক প্রকারে দিনহাটার মানুষর নির্বাচনকে মূল্যহীন করে তুলেছিল। সেই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছে তৃণমূল। তাঁদের অভিযোগ, নির্বাচনীবিধি ভঙ্গ করে নিজের সশস্ত্র নিরাপত্তারক্ষীদের নিয়ে ভোট দিতে ঢুকেছিলেন নিশীথ। এ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃনমূল। কমিশনে রিপোর্ট দিয়েছে সেক্টর অফিসারও। তৃণমূল প্রার্থী উদয়ন গুহও নিজের নাতিকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে গোটা দিনহাটা কেন্দ্রে। তৃণমূলের প্রার্থী পরিচিত মুখ উদয়ন গুহ। বিধানসভা ভোটে মাত্র ৫৭ ভোটে নিশীথের কাছে হেরেছিলেন তিনি। উত্তরবঙ্গের কোচবিহারে বিজেপির সংগঠন দুর্বল হয়েছে আর তাই তাঁরা একাধিক বুথে এজেন্ট দিতে পারছেন না বলে দাবি করেছেন তৃণমূলের জেলা কমিটির সভাপতি তথা প্রার্থী উদয়ন গুহ। এই কথা মানতে নারাজ বিজেপি। নিশীথ প্রামাণিকের অভিযোগ, বিধানসভাজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। এজেন্টদের ভয় দেথাচ্ছে তারা। একই অভিযোগ করেছেন প্রার্থী অশোক মণ্ডলও। এদিকে এদিন সকালে বিজেপি প্রার্থীকে নিজের বুথেই হেনস্তা করার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও ঘাসফুল শিবির সেই অভিযোগ অস্বীকার করেছে।