টাইমস বাংলা ডেস্ক- ফেসবুকের নতুন নামকরণ হল ‘মেটা’। আর এর সঙ্গে নতুন রূপে আত্মপ্রকাশ ঘটল ফেসবুকের। জুকারবার্গ বলেন, “সামাজিক সমস্যা নিয়ে লড়াইয়ের মধ্যে থেকে আমরা অনেক কিছু শিখেছি। একটা সীমার মধ্যে বদ্ধ ছিলাম। এ বার সেই সীমা ছাড়িয়ে নতুন পর্যায়ের সফর শুরু হয়েছে।”১৭ বছর আগের হার্ভার্ড কলেজে নিজের নাম পেয়েছিল ফেসবুক। কলেজের ছাত্রদের দেওয়া ফেসবুক ডিরেক্টরিজ থেকেই হয় নামকরণ। সেই নাম করনে এই বার বদল এল। আসলে ফেসবুক যে শুধু একটি নেটমাধ্যম সংস্থা নয়, তা বোঝাতেই এই নামবদল। এটি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং আগের ফেসবুকের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় হবে। ভার্চুয়াল রিয়ালিটি বা অধিবাস্তব নিয়ে কাজ করার কথা বলেছিলেন আগেই ফেসবুকের মালিক। তখন কিছুটা ইঙ্গিত পাওয়া গেলেও ফেসবুকের নাম যে ‘মেটাভার্স’ই হতে চলেছে সেটা কেউ আঁচ করতে পারেননি। গতকাল তার সব জল্পনার অবসান ঘটালো মার্ক জুকারবার্গ। এখন সবাই দীর্ঘ আগ্রহে অপেক্ষা আছে। ফেসবুকের নতুন রূপকে আপন করে নিতে। নতুন প্রজন্মের অনেকেই এখন ফেসবুকের ওপর নির্ভরশীল । কিছু মানুষ এই নেট মাধ্যম দিয়ে ব্যবসা চালাত। তাদের জন্য কি নতুন ব্যবস্থা থাকছে এই নতুন ফেসবুক(মেটা)মধ্যে তা দেখতে উৎসুক ছোট ছোট অনলাইন ব্যবসায়ীরা।