টাইমস বাংলা ডেস্ক, মুম্বাই – অনেক চেষ্টার পরে জামিন পেলেও শর্তে বাধা আরিয়ানের জীবন। জামিন মিলেছে ঠিকই তার সাথে মিলেছে আরো কতগুলি শর্ত। যার ভিত্তিতে এত টানাপোড়েনের পরে আরিয়ান খানকে জামিন দিয়েছে আদালত। গত ২৮ শে অক্টোবর বুধবার জামিন মঞ্জুর হয় আরিয়ান খানের। আসুন জেনে নেওয়া যাক কি কি শর্তের বদলে জামিন মঞ্জুর হল কিং খান পুত্রের।
১. জামিনের শর্ত অনুযায়ী, বিদেশ সফরে যেতে পারবেন না শাহরুখপুত্র। জমা রাখতে হবে তাঁর পাসপোর্ট। জরুরী প্রয়োজনে দেশ ছাড়তে হলে সেক্ষেত্রে বিশেষ অনুমতির জন্য আবেদন করতে হবে।
২. আপাতত কোনও সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতেও মামলা সংক্রান্ত কোনও বিবৃতি দিতে পারবেন না আরিয়ান।
৩.জেলমুক্তির পরও সহ-অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আরিয়ান। পুরোপুরি যোগাযোগ বন্ধের নির্দেশ দিয়েছে এনসিবি।
৪.যে কোনও সময় ইচ্ছে হলেই দেশের মধ্যেও কোথাও যেতে পারবেন না আরিয়ান। মুম্বই ছাড়ার আগে তদন্তকারী অফিসারকে জানাতে হবে। অনুমতি মিললে তবেই যেতে পারবেন তিনি।
এছাড়াও একাধিক নিয়ম মানতে হবে শাহরুখপুত্রকে। এছাড়াও প্রতি শুক্রবার মুম্বইয়ের এনসিবি অফিসে হাজিরা দিতে হবে আরিয়ানকে। তদন্তে সহযোগিতা করতে হবে।