অনিশা মান্না, টাইমস বাংলা ডেস্ক – সঙ্গী ও সঙ্গীনির একই বিছানা ভাগ করে নেওয়া নতুন নয়। তবে নিরাপদ যৌনতা সবসময়ই জরুরি। নইলে ক্ষতি হতে পারে উভয়েরই। নতুন প্রজন্ম নানান যৌন রোগ ও গর্ভধারণের সম্ভাবনা এড়াতে নির্ভর করে কন্ডোমের উপরই। এবার একই কন্ডোম ব্যবহার করতে পারবেন সঙ্গী এবং সঙ্গিনী উভয়েই, এমনটাই জানাচ্ছেন মালয়েশিয়ার স্ত্রীরোগ বিশেষজ্ঞ জন টং ইং চিং। বেশ কয়েকদিন পরীক্ষা নিরীক্ষা করে ‘ইউনিসেক্স কন্ডোম’ তৈরি করেছেন।কন্ডোমটি পলিইউরেথানে দিয়ে তৈরি। পলিইউরেথানে যৌনাঙ্গে চোটাঘাত সারাতে কাজে লাগে। আর পাঁচটা সাধারণ কন্ডোমের সঙ্গে এর কোনও ফারাক নেই। যুগলেরা কন্ডোম ব্যবহার করে একইরকম যৌনতৃপ্তি অনুভব করতে পারবেন বলেই দাবি বিশেষজ্ঞের । আপনিও কি এই ধরনের কন্ডোম কিনতে চান? স্ত্রীরোগ বিশেষজ্ঞ জানান, আগামী ডিসেম্বরেই পাওয়া যাবে কন্ডোমটি। প্রতি বাক্সে থাকবে দু’টি করে কন্ডোম। অনলাইনেই কিনতে পারবেন এটি। সেক্সপ্রেমী যুগলের কাছে এই কন্ডোম অত্যন্ত জনপ্রিয় হবে বলে আশাবাদী উৎপাদন সংস্থার কর্তারা।